ভারতের জাতীয় পতাকা- ভারতের জাতীয় পতাকার বিস্তারিত ইতিহাস



★ প্রিয় পাঠক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ভারতের জাতীয় পতাকা সম্পর্কে বিস্তারিত  তত্ত্ব তুলে ধরা হয়েছে। আশাকরি যে আজকের এই প্রতিবেদন থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন।

ভারতের জাতীয় পতাকার বিস্তারিত ইতিহাস


★ গঠন :-

ভারতের জাতীয় পতাকা হলো কেন্দ্রে চব্বিশটি দণ্ডযুক্ত নীল "অশোকচক্র" সহ গেরুয়া, সাদা ও সবুজ আনুভূমিক আয়তাকার ত্রিবর্ণরঞ্জিত পতাকা। ১৯৪৭ সালের ২২ জুলাই গণপরিষদের একটি অধিবেশনে এই পতাকার বর্তমান রূপটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়েছিল। পরবর্তীকালে এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার মর্যাদা লাভ করে। ভারতে এই পতাকাটিকে সাধারণত "ত্রিরঙ্গা পতাকা" বা "ত্রিবর্ণরঞ্জিত পতাকা" বলা হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়া কর্তিক ভারতীয় জাতীয় কংগ্রেসের "স্বরাজ" পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল। 

★ তৈরির নিয়ম  :-  

আইনত, কেবলমাত্র খাদিবস্ত্রেই জাতীয় পতাকা প্রস্তুত করার নিয়ম রয়েছে। ভারতীয় মানক ব্যুরো এই পতাকা উৎপাদনের পদ্ধতি ও নির্দিষ্ট নিয়মকানুন স্থির করে দেয়। উৎপাদনের অধিকার খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে ন্যস্ত। এই কমিশন বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে উৎপাদনের অধিকার দিয়ে থাকে। ২০০৯ সালের তথ্য অনুযায়ী, কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ জাতীয় পতাকার একমাত্র উৎপাদক।

★ জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম :-
   
পতাকার ব্যবহারবিধি "ভারতীয় পতাকাবিধি" ও জাতীয় প্রতীকাদি সংক্রান্ত অন্যান্য আইন অনুসারে নিয়ন্ত্রিত হয়। পুরনো বিধি অনুযায়ী, স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস সহ অন্যান্য জাতীয় দিবস ছাড়া সাধারণ নাগরিকেরা পতাকা উত্তোলন করতে পারতেন না। ২০০২ সালে, এক নাগরিকের আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে পতাকাবিধি সংস্কারের নির্দেশ দেন। 

সেই মতো ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকাবিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার অনুমোদিত করে। ২০০৫ সালে পতাকাবিধি পুনরায় সংশোধন করে কয়েকটি বিশেষ ধরনের বস্ত্র ব্যবহারের অতিরিক্ত ব্যবস্থা করা হয়। পতাকা উড্ডীয়নের প্রথা ও অন্যান্য জাতীয় ও অ-জাতীয় পতাকাগুলির সঙ্গে জাতীয় পতাকা ব্যবহারের বিধিও পতাকাবিধিতে উল্লিখিত হয়েছে।

ভারতের জাতীয় পতাকা সম্পর্কে আরও বিস্তারিত জানতে 

👇👇👇👇   


★★ আশাকরি যে আপনার উপরের আলোচনা থেকে ভারতের জাতীয় পতাকার বিস্তারিত ইতিহাস ও বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে অবগত হয়েছন। একজন ভারতীয় হয়ে এই জাতীয় পতাকার বিস্তারিত ইতিহাস জানা একান্ত প্রয়োজন। এবং আমাদের সকলের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত প্রায়োজন।                   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ